• image missing
  • image missing

বিমসটেক: কমন ডিজিটাল প্লাটফর্ম তৈরির আহ্বান জানালেন পলক

করেনায় সোশ্যাল মিডিয়া এবং অনলাইন প্লাটফর্ম আশীর্বাদ হলেও জাতীয় নিরপত্তায় প্রতিটি জাতির জন্যই প্রতিষ্ঠানগুলোকে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তাই এই চ্যালেঞ্জ গুলো চিহ্নিত করে বিমসটেক সদস্যভূক্ত দেশগুলোকে সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম, সার্চ ইঞ্জিন,ডেটা কিউব এবং ক্রস বর্ডার ডিজিটাল কমার্স প্লাটফর্ম তৈরির আহ্বান জানান তিনি। এই কমন প্লাটফর্মের মাধ্যমে বিমসটেক সদস্য সাতটি রাষ্ট্র যেন সমঝোতা ও সহযোগিতার মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিকে চাঙ্গা করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

স্টার্টআপ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সামিটের উদ্বোধনী সেশন ‘বিমসটেক স্টার্ট আপ কার্নিভাল’ এ দেয়া বক্তব্যে এই আহ্বান জানান বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী।

বিমসটেক স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোকে বঙ্গবন্ধু ইনেভোশন ফান্ডে আবেদনের আহ্বান জানান আইসিটি প্রতিমন্ত্রী।

‘প্রারম্ভ’ নামের এই সম্মেলনের উদ্বোধন করেন ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল।

শনিবার (১৬ জানুয়ারি) দুই দিনের সম্মেলনের সমাপনীতে ভাষণ দেবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রসঙ্গত, বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক) হলো বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড মিলিয়ে একটি সাত-জাতীয় আঞ্চলিক সংস্থা।

Click for more: https://digibangla.tech/news/local/ict/42224/?fbclid=IwAR1hO7xB5uy8XFF2IvLzMbyv30TT6e10TuGFc-IR6yo-fzJVick2Qcp6jt0