• image missing
  • image missing

“মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার নিজে ব্যবসা করবে না, ব্যবসার ক্ষেত্র তৈরি করে দেবে।” -পলক

যতগুলো বিনিয়োগ হবে কোথাও কিন্তু সরকার আপনাদেরকে কন্ট্রোল করতে চায় না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটা কথা সব সময় বলেন, সরকার নিজে ব্যবসা করবে না, সরকার ব্যবসা করার ক্ষেত্রটা তৈরি করে দেবে, পরিবেশটা তৈরি করে দেবে। ব্যবসা করবে স্টার্টআপরা, ব্যবসা করবে প্রাইভেট সেক্টরের উদ্যোক্তা যারা আছে তারা। তারা তাদের স্বচ্ছতা, সততা, পরিশ্রম এবং মেধা দিয়ে তাদের নতুন নতুন ভেঞ্চার নিয়ে আসবে।
আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে আমরা যে ৭ টা স্টার্টআপকে ফান্ডিং করতে যাচ্ছি, সেখানে একদিকে যেমন ৪০০/৫০০ কোটি টাকা ভ্যাল্যুয়েশনের কোম্পানি আছে, অপরদিকে ১ কোটি টাকার নিচেরও ভ্যাল্যুয়েশনের কোম্পানি আছে।
-শতবর্ষে শত আশা । Shotoborshe Shoto Asha । 100 Crore in 50 Startups