• image missing
  • image missing

ডিজিটাল ইকোনোমি গড়ার ক্ষেত্রে স্টার্টআপরা মূল চালিকা শক্তি হিসেবে ভূমিকা রাখবে

ডিজিটাল ইকোনোমি গড়ার ক্ষেত্রে আমাদের স্টার্টআপরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মূল চালিকা শক্তি হিসেবে ভূমিকা রাখবে।
আমরা যে শ্রম নির্ভর অর্থনীতি থেকে প্রযুক্তি নির্ভর অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছি, সেখানে প্রযুক্তি মূল ভূমিকা পালন করছে। একদিকে আমাদের সাড়ে ৬ হাজার ডিজিটাল সার্ভিস সেন্টার থেকে ১৩ হাজার কর্মসংস্থান হয়েছে, অপরদিকে সাড়ে ৬ লক্ষ ফ্রিল্যান্সার গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এই ধরনের ছোট-বড় অনেক কাজ করে ৫০০ মিলিয়ন ডলারের উপরে আয় করছে। আবার, ৬০ টির বেশি দেশে আমাদের সফটওয়্যার এক্সপোর্ট হচ্ছে। আমাদের কল সেন্টারে প্রায় ৫০ হাজারের বেশি তরুণ-তরুণীদের কর্মসংস্থান হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস আগামী ৫-১০ বছরের মধ্যে বাংলাদেশ থেকে যে স্টার্টআপ গুলো শুরু করেছে, সারা বিশ্বে সেগুলো আলোচনায় আসবে।
এস এমই ব্যবসায়ের ডিজিটাল সমাধান এস-ম্যানেজার মোবাইল অ্যাপের নতুন ফিচার-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে।