• image missing
  • image missing

স্টার্টআপগুলো ভবিষ্যৎ অর্থনীতিকে নেতৃত্ব দেবে

স্টার্টআপগুলো সফল করে তুলতে পারলে ভবিষ্যৎ অর্থনীতিকে তারা নেতৃত্ব দেবে। বাংলাদেশ স্টার্টআপ সামিটের সমাপনী দিনে এ প্রত্যাশার কথাই উঠে আসে।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সংস্থা স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে দুই দিনের স্টার্টআপ সামিটের সমাপনী হলো রোববার। উদ্যোক্তাদের কাজের স্বীকৃতি, বিনিয়োগকারীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াসহ স্টার্টআপ সংস্কৃতির বিকাশে দেশে প্রথমবারের মতো হলো এই সামিট।

‘স্মার্ট বাংলাদেশ, অফুরন্ত সম্ভাবনা’ প্রতিপাদ্যে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার এ সামিটের উদ্বোধন করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, এই স্টার্টআপ থেকে ভবিষ্যতে দেশের বড় বড় স্টার্টআপ উঠে আসবে। বাংলাদেশের বাজার বড়। তথ্যপ্রযুক্তি খাতে কাজ করার জন্য অনেক সুযোগ রয়েছে।

বিদেশি বিনিয়োগকারীরা নিজেদের মুনাফা ফেরত নিয়ে যাওয়ার ব্যাপারে উদ্বিগ্ন উল্লেখ করে সালমান এফ রহমান তাদের আশ্বস্ত করে বলেন, এটা কোনো সমস্যা হবে না, আইনগত বাধাও নেই। বাংলাদেশ একটি বিনিয়োগবান্ধব দেশ। তিনি আরও বলেন, পুঁজিবাজারে নিবন্ধিত কোম্পানিগুলো নির্বিঘ্নে মুনাফা তুলতে পারবে। অন্যদিকে অনিবন্ধিত কোম্পানির বিষয়ে কাজ চলছে।

প্রতিবছরই স্টার্টআপ সামিট আয়োজন করা হবে জানিয়ে অনুষ্ঠানের সভাপতি ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ বলেন, এই স্টার্টআপগুলোকে সফল করে তুলতে পারলে ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেটা পূরণ হবে। এই স্টার্টআপগুলোই অর্থনীতিকে নেতৃত্ব দেবে।

সমাপনী দিনে ইউএনডিপির প্রোগ্রাম ইয়ুথ কো-ল্যাবের তিনটি স্টার্টআপ পালকি মোটরস, ড্রিম ওয়াটার ও উই গ্রোকে পুরস্কৃত করা হয়। সমপানী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে চিরকুট ব্যান্ড।

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ জানান, এ আয়োজনে বিভিন্ন দেশের ৭২ জন বিনিয়োগকারী অংশ নিয়েছেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্টার্টআপ বাংলাদেশের চেয়ারম্যান ও আইসিটি বিভাগের সচিব সামসুল আরেফিন এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ভ্যান গুয়েন।

সামিটের উদ্বোধনী দিনে দেশের আটটি স্টার্টআপকে বিভিন্ন বিভাগে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্ত স্টার্টআপগুলো হলো বিকাশ, শপআপ, পাঠাও, ১০ মিনিট স্কুল, ইউএনডিপি ইয়ুথ কো-ল্যাব, নগদ, এসবিকে টেক ভেঞ্চার এবং ফান্ডেড নেক্সট।

উল্লেখ্য, পুরস্কৃত স্টার্টআপগুলোর মধ্যে বিকাশ, ইয়ুথ কো-ল্যাব, এসবিকে টেক ভেঞ্চার, ১০ মিনিট স্কুল, শপআপ আয়োজন সহযোগীও ছিল।

Source: https://www.prothomalo.com/bangladesh/cnjch24bu1?fbclid=IwAR1M2iqZOZ0iSIpS9YsTxVurNWXqnzBAa0rGGf4rQrlBUrabGZZoi2IHkjU