• image missing
  • image missing

৮ স্টার্টআপ পেল ৮ কোটি টাকার বেশি বিনিয়োগ

অনুষ্ঠানে উদ্যোক্তাদের হাতে বিনিয়োগের চেক তুলে দেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। তিনি বলেন, ‘যেসব স্টার্টআপ আজ বিনিয়োগ পেয়েছেন এবং যাঁরা পাননি সবাইকে অভিনন্দন। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে উদ্যোক্তাদের ভূমিকা রাখতে হবে। আপনাদের উদ্ভাবনী ধারণা কাজে লাগিয়ে ভবিষ্যতে নেতৃত্ব দেবে বাংলাদেশ।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রবির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শিহাব আহমেদ, রেডডট ডিজিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব মুস্তাবসির প্রমুখ।

বিনিয়োগ পাওয়া স্টার্টআপগুলোর মধ্যে ডিজি দোকান লিমিটেড ১ কোটি ৫০ লাখ টাকা, হিসাবপ্লাস ১ কোটি ২৫ লাখ টাকা, জমা ২ কোটি টাকা, উকিল ১ কোটি টাকা বিনিয়োগ পেয়েছে। এ ছাড়া দৃষ্টি ২৫ লাখ টাকা, এএনটিটি রোবোটিক্স ৫০ লাখ টাকা, ইয়োর ক্যাম্পাস ৫০ লাখ টাকা ও ফ্যাব্রিক লাগবে ১ কোটি টাকা বিনিয়োগ পেয়েছে। একই সঙ্গে মাইল, রিসাইকেল জার ইকোসিস্টেম, রিল্যাক্সি লিমিটেডসহ অন্য দলগুলো ১০ লাখ টাকা করে বিনিয়োগ পেয়েছে।

Source: https://www.prothomalo.com/