• image missing
  • image missing

উদ্যোক্তাদের উদ্ভাবনী চিন্তা করতে হবে – সামি আহমেদ, ম্যানেজিং ডিরেক্টর, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড

নতুন উদ্যোক্তা কিভাবে আপনাদের জানতে পারবে?
আমাদের ওয়েবসাইটে আপ্লাই নাউ অপশনে ফর্মে কিছু প্রশ্ন আছে। প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। উদ্যোক্তার রেভিনিউ, ফিল্ড ওয়ার্ক থাকতে হবে। শুধু আইডিয়া নিয়ে আপ্লাই করা মানে তিনি আমাদের জন্য প্রস্তুত নন।
আমাদের রবি, টেন মিনিট স্কুলসহ বিভিন্ন পার্টনার আছে। তাদের বিভিন্ন প্রগ্রাম থেকে আমরাও উদ্যোক্তাদের পিক করি। পার্টনার প্রগ্রামের উইনাররাও আমাদের কাছে আইডিয়া নিয়ে আসে। তাদের সঙ্গেও বসি, তবে তাদেরও আবেদন করতে হয়।
উদ্যোক্তাদের নির্বাচন করেন কিভাবে?
উদ্যোক্তাদের আবেদন নিয়ে আমাদের টিম কাজ করে। তাদের রেভিনিউ, ফিল্ড ওয়ার্কসহ নানা কিছু দেখা হয়। ইন্টারভিউ নেওয়া হয়। তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, দেশ ও দশের লাভ, ব্যাবসায়িক নানা বিষয় দেখা হয়।
প্রেজেন্টেশন তৈরি করা হয়। এরপর ইনভেস্টমেন্ট অ্যাডভাইজরি কমিটি দেখে, ইন্টারভিউ নেয় এবং রিকমেন্ডেশন দেয়। এরপর বোর্ড সংশ্লিষ্ট নানা দিক দেখে। সব েশেষে আমাদের বিভিন্ন ক্রাইটেরিয়ার ওপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নিই বিনিয়োগে যাব কি যাব না।

 

রেভিনিউ মিনিমাম কত দিনের থাকতে হবে?আইডিয়া যদি দ্রুত গ্রো করে, হোক সেটা নতুন বা পুরনো তাতে কোনো সমস্যা নেই।
কমপক্ষে এক বছর থাকলে ভালো হয়।স্টার্টআপ বাংলাদেশ ইনভেস্ট করেছে এমন কম্পানি? পাঠাও, ইন্টেলিজেন্ট মেশিন, চাল ডাল ডটকম, আই ফার্মার, টেন মিনিট স্কুলসহ আরো বেশ কয়েকটি কম্পানি আছে, যারা বেশ ভালো করছে।স্টার্টআপ বাংলাদেশ কি সরকারের অধীনে?
আইসিটি মন্ত্রণালয়ের অধীনে এটা শতভাগ সরকারি প্রতিষ্ঠান। এখানকার ইনভেস্ট করা সব টাকা সরকারের। তবে ভবিষ্যতে আমাদের পরিকল্পনা আছে আরো বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ফান্ড সংগ্রহ করার।

আপনাদের মতো আরো কোনো প্রতিষ্ঠান কি আছে?
স্টার্টআপ বাংলাদেশ সরকারি লিমিটেড কম্পানি। বেসরকারি সেক্টরে এসিসির [সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন] আন্ডারে অনেকেই কাজ করছে। যেমন-রবি আরভেঞ্চার।

নতুন উদ্যোক্তাদের বিষয়ে আপনার পরামর্শ?
উদ্যোক্তাদের উদ্ভাবনী চিন্তা করতে হবে। নতুন আইডিয়া খুঁজে বের করতে হবে। আইডিয়া কপি করা যাবে না। তাদের মনে রাখতে হবে পরিশ্রমী, উদ্ভাবনী ও লেগে থাকার মানসিকতাসম্পন্ন নতুন উদ্যোক্তাদের জন্য মার্কেটে সাপোর্ট আছে।