Startup Bangladesh Appoints Mr. Nurul Hai as New Managing Director

Dhaka, September 1, 2025 — Startup Bangladesh Limited, the only government-owned venture capital company under the ICT Division, proudly announces the appointment of Mr. Nurul Hai as its new Managing Director.

With over 16 years of experience in venture capital, impact funds, asset management, and banking across Asia, East Africa, and the Caribbean, Mr. Hai brings a strong strategic vision and global perspective to Bangladesh’s startup ecosystem. Prior to joining Startup Bangladesh, he served as Vice President at the Washington D.C.-based Small Enterprise Assistance Fund (SEAF), where he successfully led investments, portfolio strategies, and sustainable growth initiatives for startups across emerging markets.

Mr. Hai is committed to accelerating innovation, creating youth employment opportunities, and fostering a more inclusive, sustainable, and globally competitive startup ecosystem in Bangladesh. Sharing his vision, he said, “True transformation happens when speed meets responsibility. We aim to build a robust pipeline where founders scale with clarity and transparency, while investors achieve timely and profitable exits.”

Under his leadership, Startup Bangladesh is set to take a more structured, dynamic, and globally aligned approach, driving stronger partnerships and unlocking new opportunities for Bangladeshi startups on the international stage.

 

 

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক নুরুল হাই

 

ঢাকা, সেপ্টেম্বর ২০২৫ — তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন দেশের একমাত্র সরকার মালিকানাধীন ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন নুরুল হাই। জনাব হাই ভেঞ্চার ক্যাপিটাল, ইমপ্যাক্ট ফান্ড, অ্যাসেট ম্যানেজমেন্ট ও ব্যাংকিং সহ বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে ১৬ বছর সুনামের সাথে কাজ করেছেন। তিনি এশিয়া, পূর্ব আফ্রিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলে উল্লেখযোগ্য সংখ্যক স্টার্টআপকে টেকসই ও লাভজনক ব্যবসায় রূপান্তর করতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। স্টার্টআপ বাংলাদেশে যোগদানের পূর্বে তিনি ওয়াশিংটন ভিত্তিক একটি আন্তর্জাতিক  ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট ফার্ম Small Enterprise Assistance Fund (SEAF) -এ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

জনাব হাই স্টার্টআপ উদ্যোক্তাদের সহায়তার মাধ্যমে তরুণদের জন্যে কর্মসংস্থান সৃষ্টি, স্টার্টআপ ইকোসিস্টেমের বিকাশ আরও বেগবান, অন্তর্ভুক্তিমূলক, ও  টেকসই করতে তাঁর বৈশ্বিক অভিজ্ঞতা ও নেটওয়ার্ক কাজে লাগানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। “আমি বিশ্বাস করি, গতি আর দায়িত্বশীলতা একসাথে চললেই সত্যিকারের পরিবর্তন আসে। আমরা এমন একটি পাইপলাইন তৈরি করতে চাই, যেখানে ফাউন্ডাররা নিশ্চিততা ও স্বচ্ছতার সঙ্গে পরবর্তী ধাপে যেতে পারবে, আর বিনিয়োগকারীরা পাবেন সময়মতো লাভজনক এক্সিট”- বলেন নুরুল হাই। তাঁর নেতৃত্বে স্টার্টআপ বাংলাদেশ আরও গঠনমূলক, গতিশীল ও গ্লোবাল দৃষ্টিভঙ্গি নিয়ে সামনে এগিয়ে যাবে-এমনটাই আশা করা যাচ্ছে।

News Links:
https://www.thedailystar.net/business/news/startup-bangladesh-appoints-new-md-3976201
https://www.ajkerpatrika.com/amp/national/ajpxetoomps6b
https://digibanglatech.news/157063
https://www.dhakapost.com/national/391660